# লিয়াকত হোসেন ........................
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের সামনে অটোরিক্সা ছিনতাইকালে স্থানীয় জনতার সহায়তায় হাতে নাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম।
আটককৃত ছিনতাইকারিরা হলো, মো:হাবিবুর রহমান (২০) সে চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মো: বাহাজ ব্যপারীর ছেলে। অপরজন মো: রেহোমান শুভ (২০) সে নগরীর সপুরা বটতলা শুকনা দীঘি এলকার মো: আব্দুর রহিমের ছেলে বলে নিশ্চিত করেছেন আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন ।
পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পাশে থেকে গত ৮ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে সাতটায় সময় চার ছিনতাইকারী যাত্রীবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে জনির অটোরিক্সা উঠে পড়ে। রাত সোয়া আটটার দিকে অটোরিক্সাটি চন্দ্রিমা এলাকার প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে পরিকল্পনা অনুসারে শুভ চালক জনিকে জাপটে ধরে আর হাবিবুর আটোরিক্সার চাবি কেড়ে নেয় এবং হাতুড়ী দিয়ে জনির মাথায় আঘাত করে এসময় তার চিৎকারে স্থানীয় জনতা ও পাশেই টহলরত তালাইমারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই এটিএম আশেকুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাবিবুর ও শুভকে হাতে নাতে গ্রেফতার করে এবং অটোরিক্সাটি উদ্ধার করে। এই সময় অপর দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর