প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৪:১২ পি.এম
রাজশাহীতে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি...
রাজশাহীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের শ্রীরামপুর এলাকায় সিমলা পার্কে ওই নেতাকে মারধর করা হয়। পরে তাঁকে নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। ওই নেতার নাম সাফায়েত জাহান ওরফে সৈকত (২৩)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রামের মো. সারোয়ারের ছেলে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, তাঁকে সিমলা পার্কে একদল লোক মারধর করছিল। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। এ জন্য তাঁকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে তাঁকে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গতকাল সন্ধ্যায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তখন তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাজপাড়া থানায় নেওয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আবার হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর অবস্থা গুরুতর নয়। কিছু জায়গায় ব্যথা আছে, এ জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর