প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:৪৪ পি.এম
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহীতে ‘কারিগরি শিক্ষা ও শিল্প খাতের অংশীদারিত্বে উন্নত জাতি গঠন’ শীর্ষক সেমিনার এবং জব ফেয়ার (চাকুরী মেলা) অনুষ্ঠিত হয়েছে। অদ্য সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় উক্ত সেমিনার।
এরপর দুপুর ১২ টায় বেলুন উড়িয়ে এবং স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয় চাকুরী মেলার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এসেট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু হানিফ। সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী।
মুখ্য আলোচক তার উপস্থাপনায় তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, শিল্পখাতের ভূমিকা, শিক্ষা ও শিল্পখাতের সহাবস্থান, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের গুরুত্ব এবং উন্নত জাতি গঠনে করণীয় বিষয়ে সম্যক আলোচনা তুলে ধরেন।
চাকুরী মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, বিডি জবস ডট কম, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আকসা ডেভেলপার্স, সুকর্ণা ডেভেলপার্স, রাঙ্গাপরী ডেভেলপার্স এন্ড প্রোপার্টিজ, এমএইউ প্রোপার্টিজ, অ্যাডভান্স টেকনোলজি কন্সোর্টিয়াম লিঃ, এস রহমান ল্যান্ডমার্ক এবং মাহফুজ ফারদিন এন্ড এসোসিয়েটস অংশগ্রহণ করে।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধুমাত্র চাকুরীর পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির এবং নতুন নতুন উদ্যোক্তা হবার আহবান জানান। সেই সাথে সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে সফলতার শীর্ষে আরোহণের পরামর্শ প্রদান করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর