নাজিম হাসান: রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাশিয়া এলাকায় একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সোমবার বেলা ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কাপাশিয়া বাজারে ‘কাপাশিয়ার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার দুই শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ ধ্বংস করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ও মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের জন্য এ মাঠ একমাত্র খেলাধুলার স্থান। মার্কেট হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে।
জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু বলেন,আমাদের এলাকায় আর একটাও খেলার মাঠ নেই। আমরা খেলার মাঠ হত্যা করে মার্কেট চাই না। কাপাশিয়া হাটের পাশেই সরকারি জায়গা আছে। সেখানে মার্কেট করা হোক। আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ উন্মুক্ত চাই। এই মাঠ আমরা কোনভাবেই নষ্ট হতে দেব না। কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল বলেন, খেলার মাঠ ধ্বংস মানে প্রজন্ম ধ্বংস। আমরা মাঠ চাই। আমাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক। স্কুলের পাশে মাঠ থাকবে, সেখানে বাচ্চারা খেলাধুলা করবে। স্কুলের পাশে মার্কেট-কমিউনিটি সেন্টার হলে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। খেলাধুলা ছেড়ে যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে। তাই এই মার্কেট নির্মাণ বন্ধ করতে হবে। বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মকছেদ আলী বলেন,একে একে সব খেলার মাঠ শেষ করে দেওয়া হয়েছে। এলাকার একমাত্র এই খেলার মাঠ আমরা হারিয়ে যেতে দেব না। এ জন্য যা যা করা দরকার আমরা সবাই মিলে তাই করব।
কাটাখালী পৌরসভার সচিব সিরাজুম মুনীর বলেন,আমার জানামতে এখন সেখানে কাজ বন্ধ আছে বাধার কারণেই। কাজ শুরুর আগেও বাধা এসেছিল। সে সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এলাকার লোকজনকে নিয়ে বসা হয়েছিল। তারপরই কাজ শুরু হয়। এখন আবার জটিলতা শুরু হয়েছে। একজন সাধারণ কর্মচারী হিসেবে আমার কিছু করার সুযোগ নেই।
কাটাখালী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব থাকা পবা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাহিদ হাসান বলেন, মার্কেট নির্মাণ সরকারি কাজ, তবে কয়েকজনের বিরোধিতায় স্থগিত আছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর