# নাজিম হাদসান.....................
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া এবং বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই হরতাল।
হরতাল চলা কালিন সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী জড়ো হন। এরপর তারা সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। বাম গণতান্ত্রিক জোটের এই বিক্ষোভ মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সাহেববাজার জিরোপয়েন্ট এসে জড়ো হয়। এসয় তারা পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এবং জোটের নেতাকর্মীরা সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন।
মানববন্ধন ও সমাবেশে বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলা সমন্বয়কারী এনামুল হকসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। একদিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করায় সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে আমলা ও ক্ষমতাসীনরা দেশের টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে। সরকার অপরাধীদের শাস্তির আওতায় আনা দূরে থাক, তাদের ব্যাপারে খোঁজও নিচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না। কাজ না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বাম জোটের নেতারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর