প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৩:০৭ পি.এম
রাজশাহীতে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারো রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেছে কৃষকেরা

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:
আজ বুধবার দুপুরে রাজশাহী পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। এই সময় কৃষকরা বলেন,প্রতি কেজি আলুর সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের।সম্প্রতি তা বৃদ্ধি করে ৮ টা করে কোল্ড স্টোরেজের মালিকেরা।
চাষীরা জানান,আগে প্রতিবস্তা আলু রাখতে ২৫৫ টাকা ভাড়া লাগতো।তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে।হঠাৎ করে হিমাগার ভাড়া দ্বিগুন করায় লোকশানে পড়বে চাষীরা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেরে মালিক পক্ষ ভাড়া বৃদ্ধি কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারো অন্দোলনে নেমেছে চাষী। এ সময় কৃষকেরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন।
আন্দোলনরত কৃষকরা বলেন, আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। পাশাপাশি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেন কৃষকেরা।প্রতিবাদ বিক্ষোভ শেষে রাজশাহীর নওগাঁ সড়কে থেকে আলু ফেলে আন্দোলন করে কৃষকরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর