মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর জেলা পুলিশের উদ্যোগে উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ১৫ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্সরুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম হারানো ফোন মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ৫৩ জন ভুক্তভোগী। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, ভিভো ৮টি, স্যামসাং ৬টি, শাওমি ১১টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৭টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ৩টি এবং টিসিএল ব্র্যান্ডের ২টি ফোন।
এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারিত হয়ে হারানো ১১ হাজার টাকাও উদ্ধার করে মালিকের নিকট ফেরত দেওয়া হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, “প্রকৃত মালিকদের নিকট উদ্ধারকৃত ফোন ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্য আমাদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।” নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর