প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৯:৪০ এ.এম
রাজশাহীতে আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কর্তৃক পরিচালিত পৃথক দুটি অভিযানে ৯০০ গ্রাম গাঁজা এবং ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় রাজপাড়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. তরিকুল ইসলাম ও তার টিম সন্ধ্যা সাড়ে ৬টায় রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. মিরাজ হোসেন (২০)-কে গ্রেপ্তার করে। সে কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিন রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহ আলী ও তার নেতৃত্বে একটি দল চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে থেকে গ্রেপ্তার করা হয় মো. হৃদয় (২৬) নামের এক যুবককে, যিনি ওই এলাকার মো. বাবর আলীর ছেলে। তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর