সাগর নোমানী............................................................
আজ ১০ ডিসেম্বর ২০২২ শনিবার দুপুর ১২টায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিহাস মোড়ে (চৌদ্দপাই, মতিহার, বিনোদপুর, মতিহার, রাজশাহী) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন হয়।
শুরুতেই প্রতিষ্ঠানের পক্ষ হতে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তাঁর বক্তব্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
তিনি বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাধিকতায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহীর বিহাস মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন হচ্ছে।
মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য- মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়। মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার।মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন একটি মানবাধিকার বিষয়ক সাংবাদিক সংগঠন। অত্র সংগঠনের প্রতিপাদ্য বিষয় হলো ”আমি নিজে অপরাধ করবো না ও অপরাধীদের আইনের হাতে তুলে দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করবো।” পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাপতি অধ্যাপক মো: সাহিদুল ইসলাম বাদশা, প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নাসিম উদ্দীন, সাংগঠিক সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ জিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো: সাদ্দাম হোসেন, সালাউদ্দিন আহমেদ সিজার, হাবিবুর, সেলিম রেজা, শাহিন, আশিক, রাজুসহ অন্যান্য সদস্য বৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর