নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে অলিম্পিক দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল করিম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুবসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং পৃষ্ঠপোষকেরা অংশ নেন। এরপর পতাকা উত্তোলন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর