লিয়াকত হোসেন রাজশাহী......................................................
রাজশাহীর উপকন্ঠ কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা থেকে গত ০২ সেপ্টেম্বর ৬ টা ৫০ মিনিটের সময় দূর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। অভিনব কায়দায় বইয়ের ভিতর করে অস্ত্র পাচার করছিল বলে র্যাব জানায়। এসময় তার কাছে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটককৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। সে নগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্ব পাড়া এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে অস্ত্র ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে কাটাখালী থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর