
রাবি: সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার দলটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
ফর্ম উত্তোলনের পর রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, আমরা ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে একটি প্যানেল ঘোষণা করেছি। কেননা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাত্রই সচেতন ও মেধাবী। আমরা সবার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি।
সংগঠনের রাবি শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে এবং দীর্ঘ দিনের নেতৃত্বের সংকট কাটবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা চাই ভোটকেন্দ্র হলের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থাপন করা হোক এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক।
গণমুখী ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমাদের প্যানেল নির্বাচিত হলে শতভাগ আবাসন সুবিধা, রেজিস্টারর অফিস ডিজিটালাইজেশন, গবেষণা ভিত্তিক স্কলারশিপ, ডাইনিং সেবার মানোন্নয়ন, মেডিকেল সেবার উন্নয়ন, ইন্টার্নশিপ সুবিধা, ছাত্র অভিযোগ সেল গঠনসহ একটি গণমুখী, বৈষম্যহীন, সহনশীল ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর