শাহরিন সুলতানা সুমা/ শাহাদত হোসেন খোকন, গাইবান্ধা : রংপুর শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবি জানিয়েছে এলাকাবাসি। চিনি কল চালু হলে এ অঞ্চলের মানুষের আর্থিক স্বচ্ছলা আসবে সে সাথে আত্ম সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এলাকা তথা উত্তরাঞ্চলের বিজ্ঞজনেরা মনে করেন।
দীর্ঘ ১৫ বছর ধরেেএ মিলের উৎপাদন বন্ধ রয়েছে। সঙ্গত: কারণে এ মিলের সাথে জড়িত প্রায় সকল কর্ম চারির বেতন ভাতা ও বন্ধ রয়েছে। ফলে চিনি কলের সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মচারি আজ মানবেতর জীবন করছে।কিছু সংখ্যক ব্যক্তি অন্য পেশায় জড়িয়ে পড়লেও অধিকাশই বেকার। সবাই অন্য জায়গায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফলে এ এলাকার জীবন যাত্রার মানের উন্নয়ন তো হয়নি বরং এলাকায় অসামাজিক কার্যকলাপ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আর এজন্য দায়ি মনে করা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব দূর করার জন্য সবাই যেখানে সোচ্চার সেখানে আওয়ামীলীগ সরকারের হটকারী সিদ্ধান্ত খুবই দু:খজনক।
সমগ্র উত্তরাঞ্চবাসি বিগত সরকারের হটকারী সিদ্ধান্ত বাতিল করে একটি ন্যায় সঙ্গত সিদ্ধানের ভিত্তিতে বন্ধ করে দেয়া শ্যামপুর চিনি কল পুনরায় চালুর দাবি জানিয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর