প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১:৫০ পি.এম
রংপুর বদরগঞ্জে সাংবাদিক তুহিন হত্যা কান্ডের বিচার দাবিতে মানববন্ধন

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা কান্ড ও আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ঠ )সকাল সাড়ে ১১ টায় বদরগঞ্জ সম্মিলিত সাংবাদিকরা বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল, দৈনিক আমার দেশের বিভাগীয় বুর্যো প্রধান বাদশা ওসমানি, ভোরের কাগজের প্রতিনিধি মাহফুজার রহমান, আজকের পত্রিকার আশরাফুল ইসলাম আপন, ভোরের দর্পণ প্রতিনিধি শ্যামল লোহানী, দৈনিক সংবাদ ও করতোয়া প্রতিনিধি রুহুল আমিন সরকার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মুক্তা, খবরের কাগজ রংপুর প্রতিনিধি সেলিম সরকার, সাপ্তাহিক জাগরণপুর পত্রিকার সম্পাদক আ ন ম ফেরদৌস আলী, দৈনিক দিনকাল প্রতিনিধি মুস্তাফিজার রহমান, আমাদের সময়ের প্রতিনিধি মাহবুব রহমান বিপ্লব, দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রানা, দৈনিক কাল বেলা প্রতিনিধি মাসুদ রানা, নুরন্নবী নুরু দৈনিক আমাদের মাতৃভূমি বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি, রানা ইসলাম দৈনিক দাবানল, বি আই বাঁধন দৈনিক বাংলাদেশ সমাচার, ফারুক হোসেন নয়ন, দৈনিক সবুজ নগর, সাইদুজ্জামান রিপন প্রতিদিনের বার্তা, ইশতিয়াক আহমেদ হৃদয় দৈনিক সরেজমিন, দৈনিক পল্লী বাংলা প্রতিনিধি সবুজ আহমেদ, ও আমার দেশ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাস,শ্যামপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন- খোলা কাগজের প্রতিনিধি আকাশ রহমান, প্রমুখ।
সাংবাদিকেরা বলেন গাজীপুরে প্রকাশ্যে প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়াও দৈনিক আমার দেশের বদরগঞ্জ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসের বাড়ি ঘর ভাঙচুর এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনার মূল পরিকল্পনাকারী ওই এলাকার কুখ্যাত ভোলা চোরের ছেলে শাহিন চোর, রুস্তম চোর এবং লিমন চোর সহ তাদের গ্রেপ্তার করার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সম্মিলিত সাংবাদিক সমাজ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর