গতকাল বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার বুলবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রওজা বেগম (২৩)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি হারাগাছ থানা পুলিশ ২৪০ মোটা নকল বিড়ি ব্যান্ডরোলসহ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, ‘আমরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত তাদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’
জানা গেছে, রওজা বেগমকে গ্রেফতারের সময় তার চার বছরের মেয়ে নুসরাত জাহান সঙ্গে ছিল। বুধবার আদালতে রায় ঘোষণার সময়ও রওজার সঙ্গে ছিল তার আড়াই বছরের ছেলে মো. রিশাদ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর