প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১:৩১ পি.এম
রংপুরের বদরগঞ্জে রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জে উম্মে কলিমা (২১) নামক একজন রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে শোকজ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার সিনিয়র সহকারি সচিব তৈহিদ এলাহী।
জানা যায়, উপজেলার দামোদরপুর ইউপিতে গত বৃহস্পতিবার (১৭এপ্রিল-২৫) তারিখে উম্মে কলিমা নামে ওই রোহিঙ্গা নারীর জন্ম সনদ ইস্যু করা হয়। যার জন্ম সনদ নং-২০০৪৮৫১০৩২৫১১৪৬৯৫, পরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১শাখা বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব তৈহিদ এলাহি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে শোকজ করেন।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার অভিযুক্ত দামোদরপুর ইউপি চেয়রম্যান আবু বক্কর সিদ্দিক জানান, আমি শোকজ স্থগিত করার জন্য ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছি।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে দামোদরপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে শোকজ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শে ইউপি চেয়ারম্যানকে সাসপেন্ড করা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর