1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বাঘায় অবৈধ বসতবাড়ি দখল, মামলা করে বাড়িতে ফিরলেন মালিক  রাজশাহীতে ১৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত খুলনা লায়ন্স স্কুলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আজিজী স্যারক সংবর্ধনা শিবগঞ্জে  ভ্রাম্যমান  আদালত মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে  ৪ জনের জরিমানা   রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া) আসনে জনতার দলের দলের মনোনয়নপত্র সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার মনোনয়ন সংগ্রহ

রংপুরের বদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে  শুভ রথযাত্রা পালন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা, উৎসবমূখর পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সাবেক সাংসদ ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর খামারবাড়ি থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে পৌরশহরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, থানাপাড়ার হরিসভায় এসে শেষ হয়।রথযাত্রায় যোগ দিয়েছেন হাজার হাজার ভক্তবৃন্দ। অপরদিকে পৌরসভার যুগীপাড়া থেকে আরও একটি রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো ফিরে যান শ্রী শ্রী রাধামাধব জীউ সেবা কুঞ্জনে। এদিকে কঠোর নিরাপত্তায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
রথযাত্রার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এ সময় ছিলেন উত্তম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রংপুর জেলা।ধনী কুমার কুন্ডু, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বদরগঞ্জ উপজেলা শাখা।বিশ্বজিত কুমার বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বদরগঞ্জ উপজেলা শাখা।খোকন কুমার দাস, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বদরগঞ্জ পৌর শাখা।চঞ্চল রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বদরগঞ্জ পৌর শাখা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শুভ রথযাত্রা উপলক্ষে বদরগঞ্জে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
রথযাত্রাটি ৫ জুলাই বিকেল ৩ টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে বিপরীত দিক থেকে অর্থাৎ অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর খামারবাড়ি থেকে জগন্নাথ দেবের রথযাত্রা আশ্রমে আনা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট