নিজস্ব প্রতিবেদক ,ঈশ্বরদী,পাবনা : যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত বিএনপির যে কোন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ ২১ ডিসেম্বর রবিবার সকালে ঈশ্বরদীর আইকে রোডে ধান খোলায় প্রার্থী বদল,মনোনয়নপত্র ক্রয়, দাখিল,ধানের শীষের নির্বাচন এবং তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্রকাঠামো বিনির্মাণে সকলের অংশ গ্রহণ নিশ্চিত করণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সাত ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এমপি সিরাজুল ইসলামের মুখপাত্র ও প্রবীন বিএনপি নেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় বিএনপির প্রবীন নেতাদের মধ্যে আব্দুস সোবহান,অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, রুহুল আমিন বাবলু,আলহাজ্ব আজি হক,ফজলুর রহমান মাস্টার, মোহাম্মদ আলী কাজল,আলাউদ্দিন মন্ডল, আনিসুর রহমান বিশ্বাস,আক্তার হোসেন মল্লিক,জহুরুল ইসলাম বাচ্চু ফকির,আসাদু হক,ইউসুফ প্রাং,সিদ্দিকুর রহমান, আব্দুল করীম কিরণ,নজরুল ইসলাম মালিথা,আমিনুল ইসলাম,হাসেম আলী,লিটন মোল্লাহ,রঞ্জু ফকির ও মোস্তফা জামান নয়ন,মাসুদুর রহমান মিজানুর রহমান রঞ্জু ফকির, সরোয়ার হোসেন,দুলাল প্রাং,আবুল হোসেন দেওয়ান,আব্দুল লতিফ,রঞ্জু আহমেদ, ইব্রাহিম হোসেন,হাজি আব্দুর রশিদ,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মোহাম্মদ আলী কাজল, আব্দুর রাজ্জাক মেম্বর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, যারা আওয়ামীলীগ দিয়ে বিএনপি নেতাদের হত্যা করে,যারা লুটপাট, চাঁদাবাজি,দখল বাজি,অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপির ব্যাপক ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে তাদের কোন প্রতিনিধিকে দিয়েই ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব না।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনও আওয়ামীলীগ থেকে আসা কোন প্রার্থীকে মেনে নিতে পারিনা উল্লেখ করে বক্তারা পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থীকে পরিবর্তন করার দাবি জানান। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর