অনলাইন সবুজনগর ডেস্ক................................................
বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্নিঝড় সিত্রাং এ রূপ নিয়েছে। এটি দেশের উপকূলীয় এলাকার ১৯ জেলায় আঘাত হানতে পারে। অতি ভয়ংকর না হলেও আমাবস্যা তিথি ও বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে জলোচ্ছ্বাসের আশংকা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।সেই সংগে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় সিত্রাং সরাসরি বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। প্রতি ঘন্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার গতিতে ঘূর্নিঝড়টি বরিশাল ও চট্টগ্রামে আঘাত হানতে পারে। তবে গত তিন বছরে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে তার চেয়ে বেশি এলাকায় সিত্রাং আঘাত হানতে পারে।
দেশের উপকূলীয় এলাকার ১৯ টি জেলাতে এক সাথে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। ঝুঁকিতে থাকা উপকূলীয় ১৯ টি জেলার মধ্যে রয়েছে-খুলনা, সাতক্ষিরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা , পিরোজপুর,বরিশাল,ঝালকাঠি,নোয়াখালী,লক্ষীপুর,ফেনী,চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর