প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৩:২৩ পি.এম
যশোর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টার সময় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান।
এসময় পুলিশ সুপার প্যারেডে অংশ নেওয়া সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সরকারি পোশাক ও টার্ন আউট পরিদর্শন করেন। তিনি প্যারেড প্রদর্শন সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেডে কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন আর আই পুলিশ লাইন্স, যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), যশোর, আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, সকল সার্কেল কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর