প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ২:৩৭ পি.এম
যশোর কেশবপুরে যুবককে গলা কেটে হত্যা

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোর..........................................
যশোর কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে দূবৃত্তরা এক যুবকের গলা ও পেট কেটে হত্যা করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর গ্রামে ঋষি পল্লীতে।
গতকাল ৩০ জুন বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার মজিদপুর গ্রামের ঋষিপাড়া থেকে চঞ্চলকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।নেওয়ার পথে পথিমধ্যে মারা যান।তিনি মজিদপুর ঋষিপাড়া কার্তিক দাসের ছেলে চঞ্চল দাস । তিনি কেশবপুর মাছ বাজারে লেবারি কাজ এবং কেশবপুর থানার মোড় নামক স্থানে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০ টার দিকে বাড়ির পাশের একটি কলাবাগানে তাঁর চিৎকার শুনে এলাকার লোকজন সেখানে যান এবং তারা চঞ্চলকে গলা ও পেট কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহত চঞ্চল দাসের বাবা কার্তিক দাস অভিযোগ করে বলেন, প্রতিবেশীর সঙ্গে তাঁদের নারী নির্যাতনের একটি মামলা চলছিল। তাঁর ধারণা, মামলা নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছেলে খুন করা হতে পারে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।তিনি আরও বলেন,অপরাধি যেই হোক ন্দ্রত গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান চলছে।#
এডিট: সান
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর