উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোর........................................
যশোরের শার্শা উপজেলার ছোটআঁচড়া থেকে আধাকেজি হেরোইনসহ সবুজ ওরফে গুড্ড নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৭ জুন সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. আসাদুজ্জামান।সাজাপ্রাপ্ত আসামি সবুজ অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের হেকমত মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ছোটআঁচড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আধা কেজি হেরোইনসহ সবুজকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই এইচ এম এ লতিফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে আসামি সবুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন। এই মামলায় আসামি সবুজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।#
এডিট: সান
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর