প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২২, ১২:০০ পি.এম
যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২২ তম হত্যাবার্ষিকীতে নানা কর্মসুচী

উৎপল ঘোষ, যশোর থেকে................................
প্রথিতযশা সাংবাদিক শহীদ শামছুর রহমানের ২২তম হত্যাবার্ষিকী ১৬ জুলাই শনিবার। এ উপলক্ষে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়ন ওইদিন বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জমায়েত ও কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ৪৫ মিনিটে শোক র্যালি ও কারবালায় শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে ক্লাব মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে এসব কর্মসূচিতে অংশগ্রহনের জন্য প্রেসক্লাব যশোরের সদস্যসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
জেইউজে : যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন কার্যালয়ে কালোব্যাজ ধারণ, এরপর শোক র্যালিসহ কারবালায় শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ১১টায় ক্লাব মিলনায়তনে স্মরণসভা। জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এক বিবৃতিতে এসব কর্মসূচিতে অংশগ্রহনের জন্য জেইউজে সদস্যসহ যশোরে কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর