প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২২, ১০:৩৭ এ.এম
যশোরে সদরে ষোড়শী কন্যা ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪

উৎপল ঘোষ, (ক্রাইম রিপোর্টার) যশোর..................................
যশোর সদর কোতয়ালী থানার বউ বাজার সিটি কলেজ পাড়ার ষোড়শীর সাথে একই এলাকার আঃ রশিদের ছেলে আকাশ (২০) প্রেমের সম্পর্ক হয়। দীর্দিন প্রেমের সম্পর্ গড়ে তোলার পর অবশেষে সুকৌশলে ০৯ জুলাই সন্ধ্যায় মেলায় ঘুরতে যাওয়ার ছলে আকাশের ২ বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাত যশোর বিমান অফিস মোড়স্থ রফিক ইসলামের দ্বিতল ভবনের অফিস কক্ষে মাদকের আড্ডাখানায় নিয়ে যায়। সেখানে গেলে রফিকুল ইসলামের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার বছির আহম্মেদ এর ছেলে শহীদ (৪৩) মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
রাফাত ও অন্যান্যরা ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি এতে বাধা দেয় এবং বাঁচার জন্য আত্মচিৎকার করে। পরবর্তীতে একপর্য়োয়ে বাধ্য হয়ে আকাশ, আরাফাত, বিল্লাল ঐ ষোড়শী কন্যাকে তার বাসায় নিয়ে যাবার সময় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কোতোয়ালীর টহল পুলিশের তোফের মুখে পড়ে। ধষির্তা পুলিশকে সব কথা খুলে বলে। এসময় ছেলে গুলো দৌঁড়ে পালানোর চেষ্টাকালে টহল পুলিশ আটক করে। পরবর্তীতে ঘটনার পরের দিন দুপুর ১টার সময় আটককৃতদের তথ্যমতে রফিকুল ইসলাম রফিককে কাঁঠালতলায় আটক করে টহল পুলিশ।
এই ঘটনায় ধষিতা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং- ৪৯, তাং- ১০/০৭/২০২২ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০/৯(১) রুজু হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর