প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২২, ৯:৩৯ এ.এম
যশোরে কোরবানির চামড়া পাচার ঠেকাতে বিভিন্ন সীমান্তে চেকপোস্ট

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার)...................
কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
আজ সকালে যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ‘ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে, সেসব এলাকায় বেশি নজর দারিতে রাখা হয়েছে।’ বেনাপোলের গাতীপাড়া, বড়আচড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখালা, পুটখালী ও শার্শার গোগা, কায়বা, অগ্রভুলাট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকানা এবং শাহজাতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর