উৎপল ঘোষ, (ক্রাইম রিপোর্টার) যশোর..............................
যশোর শহরের খালধার রোডের মাছ ব্যবসায়ী অনুরাগ ইসলাম অপু হত্যা মামলার চার আসামি গতকাল ২৯ জুন বুধবার আদালতে আত্মসমর্পণ করেছে।আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, খালধার রোডের মৃত আকবর আলীর ছেলে কুটি আলতাফ ও কুটি আলতাফের দুই ছেলে ইয়াদ, রিয়াদ এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কুদ্দুস। কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এস আই আলিমুজ্জামান জানান, যেহেতু মামলাটি জটিল তাই বিষয়টি গুরুত্বের সাথে তারা তদন্ত করছেন।
গত ৭ই জুন শহরের বারান্দিপাড়া খালপাড় মোড় এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন।এ ঘটনায় নিহতের মা নুর জাহান সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জন আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। তথ্যানুসন্ধানে আরও জানা যায়, অপু নিজেও একাধিক হত্যাসহ সাত মামলার আসামি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর