মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের মণিরামপুরের পল্লীর নিজ ঘর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত সাথী আক্তার ওই গ্রামের চাতাল শ্রমিক মিজানুর রহমান মিন্টুর প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিন্টু ও তাঁর অপর স্ত্রী পলাতক রয়েছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সোমবার সকালে স্থানীররা মিন্টুর ঘর বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কারো সাড়াশব্দ পায়নি। পরবর্তীতে তাদের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে সাথীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তাঁর অপর স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ বলে জানান ওসি।#