প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৮:২৬ এ.এম
যমুনা টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নরসিংদী সদর ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ যমুনা টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর প্রেস ক্লাবের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন সভা পরিচালনা করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সম্মানিত সদস্য মুফতি মোশারফ হোসেন, কামাল উদ্দিন সরকার, এবং আখতারুজ্জামান।
বক্তারা আইয়ুব খানের ওপর হামলাকারীদের সিসি ক্যামেরা ফুটেজ দেখে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তারা হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে সদর প্রেসক্লাব আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর