স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা \ যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সরকারী নির্দেশনা মতে সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহাসিক পাকশীর কেন্দ্রিয় শহীদ মিনার ও আলহাজ্ব মোড়ের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপি,উপজেলা মহিলাদল ও সাত ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন ও পাকশী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ পাকশীতে পুষ্পস্তবক অর্পন বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপি,মহিলাদল ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনার্থে পৃথকভাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন এবং এসএম,স্কুল এন্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে শহরে র্যালি পৃথক র্যালি নিয়ে বিজয়স্তম্ভে গিয়ে পুস্পস্তবক অর্পন,পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
একইভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার,বিএসআরই এর মহাপরিচালক ডক্টর কবীর উদ্দিন আহমেদ,ডাল ও কৃষি গবেষণা ইœষ্টিটিউটের পরিচালক মকলেছুর রহমান ও পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মীর লীয়াকত শরীফ ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার নেতৃত্বে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর