প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৪:৩১ পি.এম
মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের সভাপতির ডিও লেটার দেওয়ার গুঞ্জন চলছে বিএনপি,জামাত পরিবারের সদস্যকে

মোহনপুর প্রতিনিধি..................................................
রাজশাহী মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের গর্ভনিং বডির বর্তমান সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এবং হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা দীলিপ কুমার সরকার তপনকে হটিয়ে বিএনপি ও জামাত পরিবারের সদস্যকে ডিও লেটার দেওয়ার গুঞ্জন চলছে।
এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য,মোহনপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রায়ঘাটি ইউনিয়নের হাটরা গ্রামের সুরঞ্জিত সরকার বলেন,আমাদের এমপি মহোদয় একজন দক্ষ রাজনীতিবিদ,বহু বছর ধরে তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত।তিনি বিএনপি,জামাত পরিবারের সদস্যকে ডিও লেটার দিতে পারে এটা আমি বিশ্বাস করি না।
সুরঞ্জিত সরকার আরও বলেন,রায়ঘাটি ইউনিয়নের সরমইল গ্রামের ড,একরামুল হক বা তার পরিবার অথবা তার বংশ কোনদিন আওয়ামীলীগ করেছে কিনা এটা আমার কিংবা এলাকাবাসীর কারও জানা নাই।
তার আপন বড় ভাই আলতাব হোসেন পরপর ৩বার রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।তার পরিবার বা বংশ নামধারী বিএনপি,জামাত।
এছাড়াও একই গ্রামের আয়াজ উদ্দিন,যে কিনা ৭১-এ মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন।আয়াজ উদ্দীন ৭১-এ সময় রাজাকারের তালিকায় নাম থাকায় ঐ সময় তিনি গ্রেফতারও হয়েছিলেন।এখন যুদ্ধাপরাধী মামলায় হাইকোট থেকে জামিনে আছে।সেই আয়াজ উদ্দিনের শ্যালক হচ্ছে এই ড,একামুল হক।
তিনি আরও বলেন এই পরিবারে বা তাদের বংশের কেউ আওয়ামীলীগ করে না।এমন কি কেউ আওয়ামীলীগের পক্ষ থেকে তাদের পরিবারে অথবা বংশের মধ্যে ভোট চাইতেও যেতে পারবে না এটা আমার বিশ্বাস।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর