বিশেষ প্রতিনিধি: উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি ০২৬২.উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক গোল টেবিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।এই সভায় স্থানীয় লিডার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন গির্জার প্রোহিত,পল্লী চিকিৎসক ,স্কুলের শিক্ষক, ছাত্র বিভিন্ন সংস্থার মহিলা নেত্রী নিয়ে একটি মত বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর এর হলরুমে এ গোল বৈঠক হয়।প্রকল্প পরিচালক ফিলিপ টুডু উপস্হিত সকল কে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য দিয়ে মূল বিষয়ের উপর আলোচনা রেখে মত বিনিময় অনুষ্ঠানটি শুরু হয়। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি দরিদ্র শ্রেণীর ৩শ জন ঝড়ে পড়া শিশু নিয়ে শিক্ষা কার্যক্রম গ্রহণ করছে। বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে জানা যায় দারিদ্রতার কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, বাল্যবিবাহ, মাদক কের জন্য শিশুরা শিক্ষা থেকে ঝরে পড়ছে, এর জন্য সামাজিক সচেতনতা বা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ।শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক এই শিশুদের সুরক্ষা দেয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
শিশুরা দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ এই শিশুরাই ভবিষ্যতে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ভূমিকা পালন করে। তাই শিশুদের সুরক্ষা জরুরী ।এ আলোচনা সভায় সকলের মাঝ থেকে এই কথাটি উঠে এসেছে। সাংবাদিক রায়হান তার বক্তব্যে বলেন শিশুরা যতো শিশু সুরক্ষা পাবে শিশুর জীবন তত উন্নত হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর