প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ১০:০৮ এ.এম
মোহনপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতে ইসলামীর প্রচার মিছিল ও পথসভা

# মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১লা মার্চ বিকালে প্রচার মিছিলটি রাজশাহী টু নঁওগা মহাসড়ক মোহনপুর বাজার প্রদক্ষিণ শেষে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বক্তব্যে উঠে আসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জি,এ,এম আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এবং জামায়েত ইসলামী সেক্রেটারী আব্দুল গফুর মৃধার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পবা-মোহনপুর আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মওলানা আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী আব্দুল আজিজ মাস্টার, কেশরহাট পৌর আমীর আব্দুল জলিল,সেক্রেটারী মোখলেসুর রহমান, কেশরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাকশিমইলের আমীর নজরুল ইসলাম, ধূরইলের আমীর আমিনুল ইসলাম সহ প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর