প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১:৪৭ পি.এম
মোহনপুরে বিলে নামার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি, ভোগান্তিতে সাধারণ মানুষ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার নওগাঁ গ্রামের বিলে নামার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। গ্রামের পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসা হতে বিলে যাতায়াতের একমাত্র সরকারী খাস খতিয়ানভুক্ত রাস্তা এটি। অন্তত ৫০ বছর ধরে রাস্তাটি ব্যবহার করে আসছে গ্রামের মানুষ। সেই রাস্তাটিতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে একই গ্রামের আব্দুর রশিদ শাহ এর দুই ছেলে কলম শাহ ও মিলন শাহ। এছাড়াও তাদের সাথে আরো রয়েছেন মৃত ইসাহাক এর ছেলে মুকবুল হোসেন। রাস্তাটি উন্মুক্ত করতে গত ১০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী একই গ্রামের কয়েকজন পথচারী।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জনসাধারণ চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। বিলের ধারে অবস্থিত ৪ টি পল্ট্রি শিল্প, ৬ টি মৎস্য চাষ প্রকল্প, ৩টি বসতবাড়ি, কৃষি ফসলী উৎপাদন, ফসল তোলা নামানো, পান বরজসহ যাবতীয় বিষয় তদারকি ও পরিচর্যার জন্য যোগাযোগের একমাত্র রাস্তা এটি। যা বন্ধ করে দেয়ায় বিপদে পড়েছে রাস্তাটি দিয়ে চলাচলরত পথচারীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, রাস্তাটি সরকারি জায়গায় কিনা সেটি দেখতে হবে। পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর