নাজিম হাসান...............................................................
রাজশাহীর মোহনপুর উপজেলায় মুরগির খাবার বোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরের নন্দনহাট মোড়ে এঘটনাটি ঘটে। এসময় আগুন দেখে ট্রাক এর লোকজন ট্রাক থেকে নেমে প্রাণে রক্ষা পেলেন। ট্রাকচালক জহুরুল ইসলামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া গ্রামে।
তিনি জানান, ট্রাকে পোল্ট্রি মুরগির খাবার নিয়ে তিনি বাগমারার হাটগাঙ্গোপাড়া যাচ্ছিলেন। এসময় মোহনপুর উপজেলার নন্দনহাট এলাকায় পৌঁছালে রাস্তার ডানপাশে কয়েকজন তরুণকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রাকটি কাছাকাছি গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এরপর ভিডিও ধারণ করে কয়েকজন মোটরসাইকেল নিয়ে এবং কয়েকজন বিলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মÐল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ট্রাকে তিনজন ছিলো। তারা আগুন দেখে সবাই ট্রাক থেকে নেমে দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। পরে স্থানীরা খবর পেয়ে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
এই ঘটানয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি
উল্লখ্যে, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সোমবার রাজশাহীর অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর