মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকার নেতৃত্বে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে কেশরহাট পৌরসভা এলাকায় পরিচালিত এ অভিযানে ২৭০টি রিং জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা ওয়াসিমের বাড়িতে বিপুল পরিমাণ জাল মজুদ থাকার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ও এএসআই রিপন ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে জালগুলো জব্দ করে পরে উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, “কেশরহাট এলাকায় অভিযানে ২৭০টি রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জাল ব্যবসায়ী ওয়াসিমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য সবার মধ্যে সামাজিক সচেতনতা জরুরি।” স্থানীয়ভাবে এ অভিযানে ইউএনও’র দৃঢ় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর