
বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয়, একটি পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার নির্যাস জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। যদিও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে ওয়াকফ সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছিলেন, বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকের পরেই এ বিষয়ে কিছু বলা সম্ভব। স্পিকার কিছু বলতে না চাইলেও, কেন্দ্রের ওয়াকফ বিলের পাল্টা বিল যে আনা হচ্ছে সে বিষয়ে ইতিমধ্যে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। তাই তোড়জোর শুরু হয়েছে বিধানসভার সচিবালয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর