# ইয়াছিন আরাফাত, মোংলা প্রতিনিধি........................................................
বাগেরহাটের মোংলায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হাবিবুর গাজী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সে সাতক্ষীরা বড়দল গ্রামের আশাশুনি থানার মোঃ মানিক গাজীর ছেলে। বুধবার (১২ আগস্ট) আনুমানিক রাত ১০.৩০ মিঃ মোংলা উপজেলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানাগেছে, চলমান মাদক বিরোধী অভিযানে মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী’র দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এএসআই মোঃআমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ উপজেলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা সহ মোঃ হাবিবুর কে হাতেনাতে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদকদ্রব্য আসামী সাতক্ষীরা হইতে মোংলায় বিক্রয়ের জন্য সংরক্ষণ করছিলো বলে জানায়।
এঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি ইকবাল বাহার চৌধুরী । অপর একটি অভিযানে এসআই বিশ্বজিত মুখার্জী সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০১টি ব্যাটারি ও ৮০ কেজি লাইটার জাহাজের রশি উদ্ধারসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর