স্থানীয় নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে মেক্সিকো রাজ্যে সড়কের ওপর একটি বাস উল্টে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একই সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং অপর ৩১ জন আহত হয়েছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।
গত ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য সান লুইস পোটোসিতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারায়। এদের মধ্যে চার শিশু ছিল।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক পায়ে হেঁটে চলা অভিবাসীদের ওপর উঠে যাওয়ায় তাদের মধ্যে তিনজন নিহত হয়।দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।# বাসস
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর