1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের গণসংযোগ ও ৩১দফার লিফলেট বিতরণ  তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা  নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন ‎ বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে কৃষকদলের লিফলেট বিতরণ দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ র‍্যালি পুরস্কার বিতরণ ও আলোচনা  নওগাঁর মান্দায় র‌্যাব-৫ এর অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক গোমস্তাপুরে সমকাল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

মির্জা ফখরুলের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানী কারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিএমইএ নেতারা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বর্তমান অন্তবর্তী সরকারের সময়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গার্মেন্টস শিল্পে এক ধরণের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে সব জায়গায় তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় নেতাসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন।

তারা আরো বলেন, বিএনপি’র স্থানীয় নেতারা আমাদের জানিয়েছেন যে, দলের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা গার্মেন্টস শিল্প রক্ষায় এগিয়ে এসেছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যবসায়ীদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং  গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।।

এ সময় তিনি বিজিএমইএ নেতাদের উদ্দেশে বলেন, দেশের অর্থনীতি এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সব সংকট সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।

সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্য উপদেষ্টা বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিজিএমই’র সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম ও আবসার হোসেন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট