# মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২৬) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান।
নবীন বরণ অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ১৬৫ জন নতুন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে শারীরিক ও ক্রীড়া শিক্ষার শিক্ষক মো. আজাহারুল ইসলামের সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সবিতা রানী সরকার, সহকারী শিক্ষক মো. আবুল বাশার প্রমুখ বক্তৃতা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য উপভোগ করেন আমন্ত্রিত অতিথিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর