মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও একটি কাভার্ড ভ্যানসহ রফিকুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা চেকপোষ্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম পাবনা জেলার ভাঙ্গুরা থানার মসজিদপাড়ার শামসুল হকের ছেলে।
মঙ্গলবার প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। প্রেস রিলিজে জানানো হয়েছে, সোমবার রাত আড়াইটার দিকে দেওহাটা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রাসেল আহমেদ ও উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ দায়িত্ব পালনকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-২১-৮১২৯ সন্দেহ হলে তল্লাশী করেন তারা। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর থেকে ৭০ কার্টুন মেসি ব্যান্ডের সিগারেট ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ৭০ কার্টুন সিগারেটের ভিতরে মোট ৫০ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যার বাজার মূল্য ৪২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানায় মামলার পর আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর