প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৯:০৩ এ.এম
মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, পালিয়ে যাওয়ার মতো রাজনীতি বিএনপির কেউ করবেন না। কেউ পালিয়ে যায়, আর কেউ মর্যাদা পায় কেউ সম্মাণ পায়। মানুষ অপছন্দ করে না দয়া করে এমন কোন কর্মকান্ড কেউ করবেন না। রবিবার (৪ জানুয়ারি ২৬) বিকেলে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।
সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, আমরা শিক্ষা গ্রহণ করবো আমাদের নেতা তারেক রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। কি পরিমাণ ধৈর্য্য ধরেছেন বেগম খালেদা জিয়া। ধৈর্যের ফল কি আমরা পেয়েছি না? বেগম খালেদা জিয়া যে সম্মাণ পেয়েছেন। ধৈর্য ধরুণ দেখুন আপনার জন্যেও সম্মাণ অপেক্ষা করছে। একজন আপনাকে আঘাত করলো, আপনিও তাকে আঘাত করলেন তাহলে আপনিও তার মতো হলেন। আমার ম্যাডম খালেদা জিয়াকে কি পরিমাণ আঘাত করেছেন কথার মাধ্যমে, সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, অশ্লীল ভাষায় কথা বলেছে, যার গান গেয়েছে। যারা গান গেয়েছে তাদের আজ কি পরিনাম হয়েছে। যারা উপহাস করেছে জিয়া পরিবারকে নিয়ে তাদের কি পরিনতি হয়েছে। আমরা কাউকে নিয়ে উপহাস করতে চাই না। আমরা কাউকে আঘাত করে কথা বলতে চাই না। আমরা সকলকে সম্মান দিয়ে কথা বলতে চাই।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর