প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৪:৩৬ পি.এম
মান্দায় রেডক্রিসেন্ট’র ঈদ সামগ্রী বিতরণ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি....................................
নওগাঁর মান্দায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বর্দ্দপুর আদর্শ গ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু।
সাবেক আওয়ামী লীগনেতা এবিএম হাসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সম্রাট, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
শেষে বর্দ্দপুর আদর্শ গ্রামের ৫০জন নারী-পুরুষের মাঝে সেমাই, চিনি, চাল ও তেল বিতরণ করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর