প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ২:৫৩ পি.এম
মান্দায় বিবাদমান জমি থেকে ২৫০ টি বাঁশ কাটলেন প্রতিপক্ষরা

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি....................................................................
নওগাঁর মান্দায় বিবাদমান সম্পত্তি থেকে অন্তত ২৫০টি বাঁশ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় নয়জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল হামিদ মণ্ডল বলেন, বানিসর মৌজায় ১২ শতক বাঁশঝাঁড় একই এলাকার বাসিন্দা কিনারবি, জামিরন ও জানারবি বিবির কাছ থেকে ২০০২ সালে কবলা করে নেওয়া হয়। কিন্তু দাতাদের ভাতিজা অমির উদ্দিন সরদার ও তার লোকজন ওই সম্পত্তি জবরদখল করে নেয়। এনিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও তারা দখল ছেড়ে দেয়নি। আদালতের রায়কেও তারা অমান্য করেছে।
আব্দুল হামিদ আরও বলেন, এ অবস্থায় আজ রোববার সকালে অমির উদ্দিন সরদারের নেতৃত্বে ১০ থেকে ১২জন লোক সংঘবদ্ধ হয়ে বিবাদমান ওই সম্পত্তি থেকে অন্তত ২৫০টি বাঁশ কেটে লুট করে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত অমির উদ্দিন সরদারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ হয়নি। জাসতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর