প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ২:২০ পি.এম
মান্দায় প্রয়াত সাংবাদিক এম জসিমের স্মরণ সভা

# আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রয়াত সাংবাদিক এম জসিম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মান্দা প্রেস ক্লাবে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শাহাদৎ হোসেন, মান্দা প্রেস ক্লাবের সাবেক আহবায়ক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক এম রেজাউল ইসলাম, সাংবাদিক পলাশ চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় মান্দা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ প্রয়াত সাংবাদিক জসিম উদ্দিনের ছেলে তাসনিম আলম রিজন, জামাতা আব্দুর রাজ্জাক, নাতি তাওসিফ ফারহান উপস্থিত ছিলেন। শেষে সাংবাদিক জসিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক এম জসিম উদ্দিন জীবদ্দশায় গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যান। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন তিনি। গত ৯ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ এই সাংবাদিক।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর