প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:৩৯ পি.এম
মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে । রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মেহেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ এমরান হোসেন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার, মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংগঠনের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর