প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৪, ২:১২ পি.এম
মাটি কাটার বিরুদ্ধে সাইনবোর্ড টানানোর ফলে ভূমিদস্যু শামীম “গ্রামবাসীদের” ফাঁসানোর নতুন কৌশল আঁটছে

# শাহিন, বরিশাল প্রতিনিধি.........................................
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পাণ্ডব নদী তীরবর্তী দক্ষিণ সাদিশ গ্রামের মাটি কেটে ইট-ভাটায় সরবরাহ করে ভূমিদস্যুদের একটি সিন্ডিকেট। ভূমিদস্যু নেতা শামিম শরীফ দক্ষিণ সাদিশ গ্রামের নদীর তীরে সাতক্ষীরা থেকে লোকজন নিয়ে থাকতো এবং রাতে মাটি-কাটাসহ বিভিন্ন অপকর্ম করতো। প্রতিদিন প্রায় ১৫০০০০= (দেড় লক্ষ) টাকার মাটি ভেকু ও ট্রলার দিয়ে কেটে সিন্ডিকেটের বিভিন্ন পর্যায় ভাগ বাটোয়ারা হতো। এর সাথে বড় বড় রাঘব বোয়াল জড়িত।
গত ২০/২/২৪ তারিখ ইউএনও ’র নির্দেশে কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মাটি-কাটা বন্ধে সাইনবোর্ড লাগায়। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু চিহ্নিত সন্ত্রাসী, মাটি-কাটা মামলার আসামী শামীম শরীফ মাটি-কাটার নেতৃত্ব, দেশীয় অস্ত্র, মাদক ও নারীবাজীসহ বিভিন্ন অপকর্মের টং ঘরে আগুন দিয়ে গ্রামবাসীদের ফাঁসানোর চেষ্টা করছে।
শামীম শরীফের ভূমিদস্যুতা ইউনিয়ন, উপজেলা প্রশাসন ও সংসদ সদস্য কে গ্রামবাসীরা ইতিপূর্বে অবহিত করেছে। বাংলাদেশের প্রথম সারির প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বারবার ভূমিদস্যু, সন্ত্রাসী, মাদকসেবী শামিম শরীফের নাম এসেছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর