স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: ঈশ্বরদী নিকটস্থ আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন কর্তৃক নিজ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন একই উপজেলার সারুটিয়া গ্রামের মৃত তফিল উদ্দিন মৃধার ছেলে মোঃ ওমর আলী মৃধা।
আজ সকালে ঈশ্বরদীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন,পাকা রাস্তার পাশে আমার জমিতে একটি বড় মেহগনির গাছ ঝড়ে পড়ে যায়। গাছটি আমি কাটতে গেলে ফারুক চেয়ারম্যান বাধা দিয়ে বলেন, সাত হাজার টাকা দিলে গাছটি দিয়ে দেবো। আমি টাকা না দেওয়ায় চেয়ারম্যান জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যাওয়ায় আমি আটঘরিয়া থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।
সম্মেলনে তিনি গাছ কাটার সুষ্ঠু বিচার দাবি করেন। সম্মেলনে মোঃ ওমর আলী মৃধার দেওয়া বক্তব্য সঠিক না দাবি করে মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান,গাছটি সরকারী রাস্তার উপর ছিল। গাছটি ঝড়ে পড়ে যাওয়ায় মানুষের চলাচলের অসুবিধার সৃষ্টি হওয়ায় আটঘরিয়া ইউএনওর পরামর্শক্রমে কয়েকজন ইউপি সদস্যদের মাধ্যমে গাছটি কাটা হয়। পরে সেই গাছটি ইউএনওর হেফাজতে ইউনিয়ন ভ’মি অফিস চত্বরে রাখা হয়েছে। তাছাড়া ইউপি মেম্বররা গাছটি কাটার আগে আমার নিজ খরচে ওমর আলী মৃধার ও রাস্তার জমি মাপার কথা বলা হলেও তিনি জমি মাপতে রাজি হননি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর