প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৫:০৬ এ.এম
মাইলস্টোনের দুর্ঘটনায় রাজশাহী প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : গতকাল ২৩ জুলাই, ২০২৫ রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান এবং শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মানুন। এ সময় তিনি বলেন, ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থী, শিক্ষক এবং একজন সাহসী পাইলটসহ অসংখ্য মূল্যবান প্রাণের অকাল মৃত্যু জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকের সময়ে আপনাদের পাশে আছি, এবং প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে ধৈর্য ও শক্তি দেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন সকল শহীদ আত্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।
তিনি আরোও বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় বিদ্যালয়ের দুই নারী শিক্ষিকার বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর দাবি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মো. লাইক, সিরাজুল ইসলাম রনি ও মিডিয়া ব্যক্তিত্ব অলিউর রহমান বাবু প্রমুখ।
দোয়া মাহফিলে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর এম আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য হাসানী’র পরিচালনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর