নিজস্ব প্রতিবেদক।।
২৬ মার্চ ২০২৫ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চকবাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর জাপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখনে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, সহ-সভাপতি মোহাম্মদ আলী, শেখ আকতার উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকী, যুগ্ম সম্পাদক ফিরোজ কবির লিটন।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহির, শফিউল আজম চৌধুরী লিটন, এম কায়সার হামিদ মুন্না, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, নগর মহিলা পার্টির সহ-সভানেত্রী পারুল আকতার, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আরফাতুর রহমান কচি, মহিলা পার্টি নেত্রী আলেয়া বেগম, পাঁচলাইশ থানা জাপার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বন্দর থানা জাপার সহ-সভাপতি দিদারুল আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবু জাফর মাহমুদ কামাল বলেন, স্বাধীনতার অর্ধশত বৎসর পার হলেও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি আজও। জাতীয় পার্টিকে নিয়ে অতীতের ন্যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অবিচার করছে জনতার কাঠগড়ায় তাদেরকে জবাব দিতে হবে। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি ট্রাম কার্ড। জাতীয় পার্টি ও লাঙ্গল ছাড়া অতীতেও নির্বাচন হয়নি ভবিষ্যতেও সম্ভব নয়। জাতীয় পার্টি ললিপপ নয় টোকা দিলে ঝরে পড়বে। জাতীয় পার্টিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আর কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর